রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার বদরপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী বদরপুরী বলেছেন, পবিত্র কুরআনের হাফেজগণ মহান আল্লাহর প্রিয়পাত্র। শিশুদের সুন্দর চরিত্র, উন্নত মেধা ও মননের অধিকারী করার জন্য তাদেরকে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। পবিত্র কুরআন মজীদের শিক্ষা থেকেই আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে ও শিরক, বি’দাতমুক্ত সমাজ গড়ে তুলবে। পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবস্থিত সাওতুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাওতুল কুরআন হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আলহাজ হমায়ুন কবীর পাহাড়পুরী, কুমিল্লার মুরাদনগরের জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক জহিরুল ইসলাম হাসানপুরী, কুমিল্লা নগরীর কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ, ডা. মাওলানা জাহিদ হাসান খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইসলামিক সাংস্কৃতিক সংগঠন রংধনু’র ভাইসচেয়ারম্যান শাওন আহমেদ শাফী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।