Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে ইউনিয়ন বিএনপি’র ত্রিবার্ষিক কাউন্সিল

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়ন শাখা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মোহাম্মদ মনির হোসেন ভঁ‚ইয়া সভাপতি, মোহাম্মদ আলী হাসান মোল্লা সাধারণ সম্পাদক ও মোহাম্মদ অহিদুজ্জামান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলী হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপিসাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার।
এ সময় কমিশনের অন্যান্য সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক ওসমান গনি ভ‚ঁইয়ার সার্বিক সহযোগিতায় সালাউদ্দিন সরকারের বাসভবনে কাউন্সিলটি সম্পন্ন হয়। এ ছাড়াও কাউন্সিল শেষে ফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ