টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি ফেইসবুকে লাইভ ভিডিও কাজটি সহজ করতে সদ্যই বাটনে পরিবর্তন এনেছে। তবে কিভাবে করতে হবে তা ঠিকঠাক না জানার কারণে অনেকেই লাইভ ভিডিও করতে পারছেন না। বেশ কিছু আগেও ফেইসবুকে সবার জন্য লাইভ অপশনটি উন্ম্ক্তু ছিল না। সম্প্রতি সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কাজটি অবশ্য খুব বেশি জটিল নয়। সামান্য কিছু কৌশল জানা থাকলেই মাত্র কয়েক ক্লিকে লাইভ ভিডিও করা যায় ফেইসবুক ব্যবহার করে। কিভাবে লাইভ ভিডিও প্রচার করতে হয় তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো। প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করে টাইমলাইনে গিয়ে স্ট্যাটাস লেখার অংশে যেতে হবে। তারপর স্ট্যাটাস লেখার জন্য ক্লিক করলে পুরো পেইজ জুড়ে পোষ্ট টু ফেইসবুক অপশনটি দেখা যাবে। সেখান থেকে ‘মড় ষরাব’ অপশনটিতে ক্লিক করতে হবে সরাসরি প্রচারের জন্য। তারপর ‘উবংপৎরনব ুড়ঁৎ ষরাব ারফবড়’ অপশনে ভিডিও সম্পর্কে বর্ণনা দিয়ে নিচে ডান পাশে থাকা ‘মড় ষরাব’ অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই লাইভ চালু হয়ে যাবে।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।