বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন ভোলার দৌলতখান পৌর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির দলীয় মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন। বৃহস্পতিবার বেলা সাড়ে
১১টায় দৌলতখান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির দলীয় প্রার্থী ও উপজেলা পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন বলেন, সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে এবং জনগণের ভোটাধিকার
কেড়ে নিতে আমার দলীয় নেতা-কর্মীকে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এমনি কি আামার নেতা-কর্মীদের বিভিন্ন জায়গায় নির্বাচী প্রচার প্রচারণায় বাধা সম্মুখিন হতে হচ্ছে।
আসন্ন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তা প্রশাসনকে বিভিন্নভাবে অবগত
করেছি। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীকে হারানোর জন্য বিএনপির
দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো দিচ্ছে, আতংকিত নেতাকর্মীরা ভোটের প্রচারাভিযানে অংশ নিতে পারছে না। এছাড়াও সরকারি দলের প্রার্থীকে
বিজয়ী করতে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি। জেলা রিটার্নিং
কর্মকর্তার কাছে আমার দল এবং পৌরবাসীর দাবি অনতিবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং নিরপেক্ষ
নির্বাচনের পথ সুগম করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা পৌর বিএনপির সভাপতি ছিদ্দিক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন
ভূইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী আকবর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল,সাবেক যুবদল সাধারণ সম্পাদক মাহাবুর মোরশেদ লিটন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।