রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন দেশের কিছু দানশীল, ধনবান ও হৃদয়বান মানুষ। বর্তমানে ঘন কুয়াশা ও তীব্র শীতে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন এমন কিছু সাদা মনের মানুষ। এ বিষয়ে সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, চাঁদপুর মতলবে ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। গত সোমবার দুপুরে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী লায়ন আরিফ উল্লাহ সরকার।
ছেংগারচর পৌর আ.লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী প্রমুখ। শীতার্ত মানুষজন হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে ভীষণ খুশি।
গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘উপজেলা নাগরিক পরিষদ’ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দুস্থ-অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা নাগরিক পরিষদ।
গতকাল ইমামপুর ইউনিয়নের রসুলপুরে এই কর্মসূচি পালন করা হয়।
গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের সভাপতি হান্নান আহমেদ খান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।