Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মূল হোতাসহ গ্রেফতার সাত ছিনতাইকারী

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

জয়পুরহাটে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের এক বিশেষ অভিযানে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূল হোতা এক নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে জয়পুরহাট শহরের তৃপ্তির মোড়ে জয়পুরহাট সদর থানা পুলিশ এক অভিযান চালিয়ে নওগাঁ জেলার ছোট শিবপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে রেখা আক্তার ফারজানাকে গ্রেফতার করে। অপর অভিযানে পুলিশ জামালগঞ্জ রোডে পাকার মাথা এলাকায় ছিনতাই হওয়া ১টি ইজিবাইক ২টি অত্যাধুনিক ধারালো অস্ত্র ও লোহার রডসহ ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলা বড় মাঝিপাড়া গ্রামের জোবাইদুল ইসলামের ছেলে মো. আজিজুল হাকিম, একই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মোস্তাকিম হোসেন, উত্তর পিচুলিয়া গ্রামের মাসুদ রানার ছেলে মো. মুন্না, দক্ষিণকান্দি গ্রামের ফারুক হোসেনের ছেরে সোহেল রানা, উত্তর নুরপুর গ্রামের মো. মিলন মির্ধার ছেলে মোহাম্মদ ইকবাল আসিফ এবং পাইকর দারিয়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ। উল্লেখিত ছিনতাইকারীদের স্বীকারোক্তি মোতাবেক মূলহোতা নারী সদস্য রেখাকে গ্রেফতার করে পুলিশ।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, অটো বাইকের কাস্টমার সেজে রেখা এবং তার স্বামী ইজিবাইক ভাড়া করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্জন স্থানে নিয়ে আগে থেকে ঠিক করে রাখা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের হাতে তুলে দেয়। পরে ছিনতাইকারীরা মারধর করে ছুরিকাঘাত করে বাইক নিয়ে পালিয়ে যায়। এমনকি তারা অনেককে হত্যাও করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ