Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যামাজন প্রাইমেও আসবে ‘মাস্টার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ৩:০২ পিএম

ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘মাস্টার’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসবে। বড়সড় অঙ্কে এ সিনেমার স্ট্রিমিং স্বত্ব বিক্রি হচ্ছে। শিগগিরই মুক্তির তারিখের ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে জনপ্রিয় তামিল অভিনেতা ‘থালাপতি’ বিজয় ও বিজয় সেতুপতি অভিনীত সিনেমা ‘মাস্টার’। সিনেমাটি এরই মধ্যে ২০০ কোটি রুপির ক্লাবে পৌঁছেছে। দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। শুধু দক্ষিণে নয়, করোনা পরবর্তী নতুন স্বাভাবিকে ভারতজুড়ে সিনেমা হলগুলোতে দাপট দেখানো এটাই প্রথম সিনেমা।

করোনায় সাত মাস বন্ধ থাকা ভারতীয় বক্স অফিসের হতাশা অনেকটা মুছে দিয়েছে ‘মাস্টার’। মুক্তির প্রথম দিনে শুধু তামিল ভার্সনই আয় করে ২৫ কোটি রুপি। করোনার কারণে প্রেক্ষাগৃহগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শকেই বাজিমাত করছে সিনেমাটি। যা অন্য যেকোনো সময়ের জন্য রেকর্ড, করোনার মধ্যেও এরকম দর্শক সাড়া অভাবনীয় ব্যাপার বলে মত দিয়েছেন ভারতের চলচ্চিত্র বোদ্ধারা।

এক্সবি ফিল্ম ক্রিয়েটরস-এর প্রযোজনায় ‘মাস্টার’ তামিল-তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। ছবিতে দুই বিজয় ছাড়া আরও অভিনয় করেছেন মালবিকা মোহন, অর্জুন দাস, আন্দ্রেয়া জেরেমিয়াহ, শান্তনু ভাগ্যরাজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ