বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। এ উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে ভোট চাইতে রোববার (২৪ জানুয়ারি) আকাশপথে চট্টগ্রাম ছুটে গিয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা।
তাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সায়মন সাদিক, মীর সাব্বির, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি ও বিজরী বরকতুল্লাহ।
প্রচারণায় অংশ নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য দু’হাত ভরে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয় নি। মনে হয়েছে ইউরোপের রাস্তা ..... ’
বিমানযোগে চট্টগ্রাম এসে রাস্তা নিয়ে এমন মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন তারকারা।
সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ বক্তব্যের ভিডিওটি শেয়ার করে লিখেন, ‘জীবনে অভিজ্ঞতার কোন শেষ নেই। ধর্ষণ যেমন একটা অভিজ্ঞতা। তেমনি প্লেনে চড়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাওয়াও একটা অভিজ্ঞতা। কলিকালে আরো কত অভিজ্ঞতা যে হবে!’
শামসুজ্জামান নাঈম লিখেন, ‘‘কইলেই কইবেন কইছি’ বিমানযোগে চট্টগ্রাম নামিয়া নায়ক রিয়াজ কহিলেন- এ রাস্তা ইউরোপ আম্রিকার।’
‘অন্যদেশের সাথে তুলনা করতে হবে কেন? আমাদের দেশে যা আছে , আলহামদুলিল্লাহ। তেলবাজির একটা লিমিট থাকা দরকার।’ - এমডি আনোয়ার শেখের মন্তব্য।
জিশাদ ফরহাদ লিখেন, ‘কিন্তু উনি তো বিমান করে চট্রগ্রাম গিয়েছিলেন। তাহলে ইউরোপ এর মতন রাস্তা দেখলেন কীভাবে? ভাই তেল মারার একটা লিমিট থাকা দরকার।’
উপহাস করে মাসুদ লিখেন, ‘তেল আমদানিতে শীর্ষে আমেরিকা, তেল রপ্তানিতে শীর্ষে সৌদি আরব, আর তেল মারতে শীর্ষে আমার সোনার বাংলাদেশ !’
শাহেদুল সাবিনা লিখেন, ‘কি আর করবেন ভাই, সিনেমা এখন আর দেখে না। তাই তেলবাজির কাজটা ধইরা রাখেন। কেননা ব্যারিস্টার সুমন ভাইও এই কাজে ভাল ফল পেয়েছে।’
রেজাউল করিম লিখেন, ‘কি আর করার। তাদের সিনেমা এখন আর মানুষ দেখে না। তাই এসব করেই তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।