Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকিত নারায়ণগঞ্জে বিএনপিপন্থি আইনজীবী প্যানেল

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১:৪৩ পিএম

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলে দেখা দিয়েছে শংকা। তারা ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দরজায় কড়া নেড়েছেন, দাবী জানিয়েছেন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। তারা ভোটারদের ভোটাধিকার নিয়ে শংকা প্রকাশ করছেন। পাশাপাশি বহিরাগত লোকজনকে নিয়ে সরকার দল সমর্থিত প্যানেল আদালত পাড়ায় মহড়া দিতে শুরু করেছেন বলেও অভিযোগ তাদের। ফলে ভোটারদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ এমপি সেলিম ওসমান মহসিন-মাহবুব প্যানেল ভোট চাওয়ায় বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের শংকা বেড়ে গেছে বহুগুনে। তারা বলছেন শেষ পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা তা নিয়ে ইতোমধ্যে সন্দেহ দেখা দিয়েছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল সমন্বিত পরিষদ আইনজীবিদের ভোটকে ও তাদের মতামতকে তোয়াক্কা করেনা। তারা বাইরে থেকে লোক এনে আইনজীবিদের নির্বাচনকে কুক্ষিগত করার জন্য প্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, বাইরের লোক এনে মহড়া দিলেওতো আর আইনজীবিদের সম্মান থাকে না। তিনি বাহিরাগতদের দিয়ে মহড়া না করার জন্য আহবান জানান।
অপরদিকে সরকাল দলীয় আইনজীবী প্যানেল নেতারা বলছেন, বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের অহেতুক শংকা। আইনজীবী সমিতির নির্বাচনে কোন প্রকার হস্তাক্ষেপ হবে না। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারবেন স্বাচ্ছন্দে। তারা আহবান জানিয়ে বলেন, অহেতুক ভীতির সৃষ্টি করবেন না। আপনাদের স্বপ্নে দেখা আগাম শংকা থেকে আপনারা বেরিয়ে আসেন। ভোটররা যাকে ভোট দেবেন সেই জিতবে। এখানে ভয় পাবার কিছু নেই।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বিগত ৫ বছর ধরেই নেতৃত্ব শুন্যতায় বিএনপি পন্থি আইনজীবীরা করে যাচ্ছেন। তবে এবার তারা পুরোদমেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার ঐক্যবদ্ধভাবে বিএনপিপন্থি আইনজীবীরা মাঠে নেমেছেন। সমান তালে মাঠে রয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীদেরও প্রচার প্রচারণা। তারা জয় ছিনিয়ে নিতে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আগামী ২৮ জানুয়ারীই নিশ্চিত হওয়া যাবে জয় পরাজয়ের সঠিত তথ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ