Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে দুই যুবকের অপমৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেড় ধরে ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা ও বন্ধুদের সাথে মজা করতে গিয়ে গলায় ফাঁস শিখাতে প্রাণ গেল যুবকের। নিহতরা হলো- মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)। কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কাপ্তাই থানার ওসি মো. নাছির উদ্দিন বলেন, ‘গত রোববার দিনগত রাত সাড়ে ৯ টায় প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেড়ে শোয়েব গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে গতকাল নাইমুর রহমান নয়ন নামের আরো এক যুবকও গলায় কি ফাঁস দিয়ে হয় বন্ধুদের তা দেখাতে গিয়ে আত্মহত্যা করে।’
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের পৃথক, পৃথকভাবে দ্রæত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পিডিবি হাসপাতাল ও মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাড়ির ইনচার্জ পীযুষ কান্তি দাশ বলেন, আমি বর্তমানে স্পটে নেই। তবে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ