রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাস্টমস এক্সসাইজ (ভ্যাট) পটিয়া সার্কেল কর্তৃক পটিয়া থানার মোড়স্থ আলমদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি নিম্ন শ্রেণির হোটেলে ভ্যাট মেশিন বসানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হোটেল মালিক মো. ফরিদ গতকাল (সোমবার) পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আলমদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভোক্তা সাধারণ অধিকাংশ শ্রমজীবী মানুষ। এ হোটেলের আয় থেকে তাদের তিন পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করা হয়। এছাড়া আয়ের একটি অংশ মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করা হয়। অভিজাত রেস্টুরেন্টে ভ্যাট মেশিন বসানোর নিয়ম থাকলেও পটিয়া কাস্টমস এক্সসাইজ (ভ্যাট) এর সুপারিনটেনডেন্ট নিম্ন শ্রেণির মদিনা হোটেলে মেশিন বসানোর চেষ্টা করছে। হোটেল মালিক ফরিদ জানান, বর্তমানে করোনাকালে ব্যবসা বাণিজ্য মন্দা চলছে। এর মধ্যেও প্রতিমাসে সে আয়কর আদায় ও ভ্যাট আদায় করে আসছে। এরপরও জোর পূর্বক ভ্যাট মেশিন বসিয়ে তাকে হয়রানির চেষ্টা চলছে।
ভ্যাট অফিস পটিয়া সার্কেলের সুপারিটেনডেন্ট প্রদীপ কুমার মল্লিক জানিয়েছেন, ইতোমধ্যে পটিয়াতে ২টি অভিজাত রেস্টুরেন্টে মেশিন বসানো হয়েছে। ধারাবাহিকভাবে সব অভিজাত হোটেলে মেশিনের মাধ্যমে ভ্যাট আদায় করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।