রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুরের নড়িয়ার অবৈধ মাহিন্দ্র, ট্রলি ও নসিমন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সোমবার নড়িয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়। এতে প্রায় কয়েকশ মানুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিল থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে নড়িয়া উপজেলার সড়কগুলোতে রেজিস্ট্রেশনবিহীন মাহিন্দ্র, ট্রলি, নসিমন বেপরোয়াভাবে চলাচল করছে। এতে প্রতিনিয়তই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি নড়িয়ার সোনার বাজার এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ বেপারীর মৃত্যু হয়। আমরা এই অবৈধ যানবাহনগুলো বন্ধের দাবি জানাই। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।