রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুরের কালকিনিতে ভোজ্য তেলের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উন্নত জাতের উচ্চ ফলনশীল বারি সরিষা। পুরাতন পদ্ধতি ও দেশিয় জাতের সরিষা আবাদে যে খরচ হয় বারি জাতের সরিষা চাষে একই খরচ হলেও নতুন এই জাতে ফলন হয় ৩-৪ গুণ বেশি। ফলে একদিকে যেমনি লাভের মুখ দেখে কৃষকের মুখে হাসি ফুটছে অন্যদিকে চাহিদা পূরণ হচ্ছে ভোজ্য তেলের।
জানা যায়, কালকিনি উপজেলার যে সব জমিতে বছরে শুধু ১টি বা ২টি ফসল ফলানো হতো সেখানে এখন কৃষি গবেষণা ইনস্টিটিউট কাউন্সিলের অধিনে এনএটিপি ফেস-২ প্রকল্পের মাধ্যমে বছরে ৩টি ফসল ফলানো হচ্ছে। এই প্রকল্পের আওতায় একই জমিতে পরিকল্পিতভাবে মুগডাল, আমন ধান ও উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ ও বারি-১৭ সরিষা আবাদ করে কৃষক ৩ গুণ লাভবান হচ্ছেন।
এ ব্যাপারে এনএটিপি প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, পুরনো পদ্ধতির পরিবর্তে বর্তমান আধুনিক পদ্ধতিতে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উন্নত জাতের সল্প মেয়াদী উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ করলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে খাদ্যে আরো সয়ংসম্পূর্ণতা অর্জন করবে। তবে, নতুন জাত ও নতুন পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা বেশি লাভবান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।