Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর অঞ্চলের শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীসহ দুঃস্থ পরিবারে জামিয়াতুল মোদার্রেছীনের কম্বল বিতরণ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৬:১১ পিএম

মাঘের কনকনে শীতে কাহিল উত্তরের জেলা দিনাজপুর অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থী এবং গরিব দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন নামের একটি সংগঠন। আত্ব-মানবতার সেবায় গতকাল রবিবার ঠাকুরগাঁও এবং দিনাজপুরে আলাদাভাবে মাদ্রাসার শিক্ষার্থীসহ দুঃস্থ গরিব পরিবারের হাতে শীত নিবারনি গরম কাপড় কম্বর তুলে দিয়েছে নেতারা।

বিকেলে দিনাজপুর জেলা শহরের বালিকা আলিম মাদ্রসায় শিক্ষার্থী ছাড়াও ওই এলাকার গরিব দুঃস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিয়েছেন বাংলাদেশ জামিয়াতুল জামিয়াতুল মোদার্রেছীন মহাসচিব আলহহাজ্ব অধ্যক্ষ শাব্বীর আহমদ মমতাজী। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলহাজ অধ্যক্ষ ড. ইদ্রিস খান, সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, সহসভাপতি রুস্তম আলী এবং সহ সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এর আগে ঠাকুরগাঁও জেলায় সালন্দর কামিল মাদ্রাসা চত্তরে স্থানীয় গরিব এবং দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরন করেছেন তারা।

আজ সোমবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর কামিল মাদ্রাসা চত্বরে আলাদাভাবেশীত নিবারনি কম্বল বিতরন করবেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ