বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি অনুস্ঠিতব্য ভোলা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান পেলেন বিএনপির দলীয় মনোনয়ন। ২২ জানুয়ারী (শুক্রবার) রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর সকলের মতামত নিয়ে এই প্রার্থীর নাম ঘোষণা করেন বলে জানান ইনকিলাব সংবাদদাতাকে।মতামত গ্রহনকালীন সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, সদর উপজেলা বিএনিপর সদস্য সচিব হেলাল উদ্দিনসহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ।মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার আগে জেলা বিএনপির সভাপতি গেলাম নবী আলমগীর বলেন, দলের জন্য সকলের ত্যাগ-তিতিক্ষা আর অবদান রয়েছে। কারো অবদানই কম নয়। আমি সকলের মঙ্গল কামনা করি। এর আগে মেয়র প্রার্থী হিসেবে ভোলায় যাদের নাম শোনা গেছে তারা হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, খন্দকার আল-আমিন। অবশেষে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করায় সকল জল্পনা আর কল্পনার অবসান ঘটলো। মেয়র প্রার্থীর নাম ঘোষণা করার আগে মনোনয়ন প্রত্যাশী নেতারা বলেন, দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে আমরা তার পক্ষেই দলের স্বার্থে কাজ করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।