Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টানা ধর্ষণে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৪:১৭ পিএম

পটুয়াখালীর মহিপুরে শামীম হাওলাদার (৩০) নামের এক যুবকের টানা ধর্ষণে এক কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল রাতে ওই কিশোরীর পিতা বাদী হয়ে শামীমকে আসামী করে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করছেন। শামীম মহিপুর সদর থানার মহিপুর গ্রামের উমর আলী হাওলাদারের ছেলে।
কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরীর পিতার সাথে এক সন্তানের জনক শামীম বেশ কয়েক বছর ধরে মাছের গদিতে কাজ করতো। সে সুবাদে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে শামীম প্রায় দুই বছর আগে ঘর ফাকা পেয়ে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি জেনে গতকাল রাতে তার পিতা মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোর পিতা একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। শামিমকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ