Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজনীতি থেকে ইসলামকে আলাদা করার সুযোগ নেই -হাসান সরকার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ৩:৩৮ পিএম

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম মানেই রাজনীতি, রাজনীতি থেকে ইসলামকে আলাদা করে দেখার সুযোগ নেই। কোন মু’মিন ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতে পারে না। ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ।
তিনি রোববার মরহুম আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শহরের রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে জিএস আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম, মহানগর বিএনপিসাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ভিপি আশরাফ হোসেন টুলু, শওকত হোসেন সরকার, রাশেদুল ইসলাম কিরণ, বসির আহমেদ বাচ্চু, শাহাদাত হোসেন শাহিন, সাইফুল ইসলাম টুটুল, ফারুক হোসেন খান, আব্দুর রহিম, মাহবুবুর রশিদ খান শিপু, আজিজুল হক রাজু মাস্টার, দীপা চৌধুরী, সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান মাসুম, সিদ্দিক হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আহমেদ আলী রুশদী, অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক বসির উদ্দিন, মনিরুল ইসলাম বাবুল, সাজ্জাদুর রহমান মামুন, জৈনুদ্দিন মোড়ল, তাজুল ইসলাম বেপারী, শামসুদ্দোহা সরকার তাপস, মইজ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আব্দুল হালিম, বাবুল হোসেন, হাজী মো. স্বপন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তৃতায় ডা. মাজহার বলেন, গণতন্ত্র হরণ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যেই প্রতিবেশী সাম্্রাজ্যবাদী শক্তির মদদে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কোকো’র মৃত্যু, তারেক রহমানকে দেশান্তর ও বেগম জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে।
কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন,জিয়াউর রহমান জীবন বাজি রেখে যখন যুদ্ধ করছিলেন তখন এদেশের জনগণকে অরক্ষিত রেখে অনেকে বিদেশ পাড়ি জমিয়েছিলেন।
মহানগর বিএনপিসাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, পাকিস্থানী হানাদার বাহিনীর কাছে যখন স্ত্রী-সন্তানরা জিম্মি সেই কঠিন অবস্থায়ও জিয়াউর রহমান হাল ছাড়েননি। তিনি নিজের ও পরিবার পরিজনের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ