Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধ কোম্পানির মালিক ধর্ষণ মামলায় গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ২:০৮ পিএম

নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গাজীপুরের কোনাবাড়িতে এক ওষুধ কোম্পানির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তার মো. আওলাদ হোসেনকে (৪৫) আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

গ্রেপ্তার আওলাদ হোসেন আমবাগ সড়ক মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে এবং কোনাবাড়ি বাজার এলাকায় রনু সুপার মার্কেটের মালিক। একই মার্কেটে আরগান ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ তৈরির কারখানা রয়েছে তার। ওই কারখানাতেই কাজ করতেন ভুক্তভোগী নারী।

ওসি আবু সিদ্দিক জানান, ভুক্তভোগী নারীকে ১১ বছর আগে ওই ওষুধ কোম্পানিতে কাজের জন্য নিয়োগ দেন আওলাদ। সম্প্রতি তাকে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর থেকে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে তাকে প্রাণনাশের হুমকি দেন আওলাদ। বিষয়টি নিয়ে কোনো সুরহা না হওয়ায় আওলাদ হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারী।

মামলায় শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে আওলাদকে সিটি করপোরেশনের আমরাগ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ