বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া জেলা সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুকুল মুন্সী (৪৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
আজ রোববার ভোররাতে মিরপুর উপজেলার মশানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি, দুটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। মুকুল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর বারমাইল গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে।
কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে র্যাব-১২-এর একটি টিম গতরাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে মুকুল মুন্সী মারা যান। এ সময় অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, মুকুল মুন্সীর বিরুদ্ধে ভেড়ামারাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে অর্ধডজন মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।