Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ৩জন আহত

প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে হোতার পাড়া রেলওয়ে ব্রিজের কাছে সার বোঝাই নছিমনের সাথে বলাকা ট্রেনের ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়েছে । গফরগাঁও হাসপাতালের জরুরী বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , আজ রোববার বিকেল ৩টা ১০মিনিটে চারিপাড়া হোতারপাড়া ব্রিজের কাছে সার বোঝাই নছিমন রেলের উপর হঠাৎ করে বিকল হয়ে যায় । এসময় মোহনগঞ্জ ছেড়ে আসা ঢাকাগামী বেসরকারি বলাকা মেইল ট্রেনের সাথে ধাক্কায় ঘটনা স্থলেই তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে দুইজন হেল্পার ও একজন চালক । এরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানার ছোটপাড়া গ্রামের মো. আবদুল আলীর ছেলে মো. আবদুল আওয়াল (৬১) , চরআলগী ইউনিয়নের কড়ুতলী পাড়া গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে মো. রোবেল (৩২) ও পাঁচবাগ ইউনিয়নের গাভীশিমুল গ্রামের মো. আবদুল হেকিমের ছেলে মো. বজলুল হক (৬৪) । এদের মধ্যে চালক মো. রোবেলের অবস্থা আশংকাজনক । তার বাম পায়ের অবস্থায় খুবই খারাপ। এটা কেটে ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে । গফরগাঁও হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আমেনা খাতুন মিতা জানান, আহত তিনজনকে গফরগাঁও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । পরে অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ