বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ী জেলা সংবাদদাতা : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের অদূরে পদ্মায় কোরবানির গরুবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । আজ রোববার সকাল ৯টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ ও মাঝিদের সহায়তায় নৌফাঁড়ির পুলিশ ৮টি জীবিত ও ১টি মৃত গরু উদ্ধার করে। কিন্তু ১৩টি বড় গরু নদীর স্রোতে ভেসে গেছে। যার দাম প্রায় ১২লাখ টাকা।
এ সময় ডুবে যাওয়া ট্রলারের ২ জন মাঝি ও ২ জন গরুর ব্যাপারীকে নৌ পুলিশ জীবিত উদ্ধার করে।
নদীতে ভেসে যাওয়া গরুর মালিক আলাউদ্দিন ব্যাপারী ও সালাউদ্দিন জানান, তারা কুষ্টিয়া থেকে ২২টি গরু ট্রাকে করে এনে রোববার সকালে দৌলতদিয়া ঘাটে মিতালী ট্রান্সপোর্টের মাধ্যমে মন্ডল ট্রলারে করে নদী পার হবার জন্য গরুগুলো তোলে।
ঘাট থেকে গরুর ট্রলারটি ছাড়ার অল্প সময়ের মধ্যেই নদীর ঘূর্ণায়মান স্রোতে ডুবে গিয়ে তাদের এই ক্ষতি হয়।
দৌলতদিয়া ঘাটের নৌফাঁড়ির ইনচার্জ এস আই মহাসিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে উত্তাল পদ্মায় ট্রলারে কোরবানির গরু ও যাত্রী পারাপারের কথা স্বীকার করে বলেন, তারা ট্রলার মলিকদের সর্তক করে দিয়েছেন, নদী শান্ত থাকলে ট্রলার চলবে। তবু ট্রলার মালিকরা অর্থের লোভে ও ট্রান্সপোর্ট দালালদের সহায়তায় ভরা পদ্মায় পারাপার করছে। ফলে আজকের মত এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।