রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাটের ক্ষেতলালে ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে নাইম ইসলাম (২১) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক ভটভটি (নসিমন) চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার আনুমানিক সকাল ৯টার দিকে উপজেলার ফুলদীঘি-শিবপুর সড়কের শিবপুর বাজার সংলগ্ন পাকা সড়কের ওপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভটভটি চালক নাইম ইসলাম জেলার পার্শ্ববর্তী কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মহিফুল ইসলামের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মন্ডল জানান, জেলার কালাই থেকে নাইম ইসলাম মাছ নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া বাজারে বিক্রির উদ্দেশে নিজে ভটভটি চালিয়ে যাবার পথে ক্ষেতলাল উপজেলার শিবপুর এলাকায় পৌঁছার পর পরই অসর্তকতায় তার চালক নাইমের পরিধেয় গায়ের চাদরটি ভটভটির চাকার সাথে জড়িয়ে গলায় পেঁচে ফাঁস লাগে। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।