রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাওনা টাকা চাওয়ায় কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলামকে বাড়িতে না পেয়ে পরিবারের দুইজনকে পিটিয়ে আহত করেছে দেনাদার মো. নাজিরসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদনগরের পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের কোদালকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের জন্য গতকাল শুক্রবার বিকেলে গ্রামবাসীসহ সমাজের দায়িত্বশীলরা বৈঠকে বসার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা হয়নি।
ইউপি মেম্বার নজরুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দা মো. নাজিরের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমার আর্থিক লেনদেন চলে ছিল। কয়েক মাস আগে আমার বেকু মেশিন ভাড়া নিয়ে টাকা পরিশোধ করেননি নাজির। প্রায় অর্ধলক্ষাধিক টাকা নাজিরের কাছে পাওনা হয়েছি। এ টাকা চাওয়াতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজির ও খসরু মোল্লাসহ ৮-৯ জন বহিরাগত আমার বাড়িতে এসে হুমকি দেয়। এ সময় আমি বাড়িতে না থাকায় আমার ভাই হানিফ ও স্ত্রীকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. নাজির বলেন, মেম্বারের নিকট আমি টাকা পাই। সে টাকা না দেয়ার জন্য মিথ্যা অভিযোগ করেছে। তাদের কেউ আহত হয়নি। শুধু কথা কাটাকাটি হয়েছে। যারা আমার সঙ্গে ছিল, তারা সবাই আমার বন্ধু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।