বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর জেলা সংবাদদাতা : বৈরী আবহাওয়ার কারনে মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ।
এদিকে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, ১৭টি ফেরির মধ্যে ভোর থেকে ঝুঁকি নিয়ে ৫টি ফেরি চলাচল করলেও পদ্মা নদীতে বৈরী আবাহওয়া ও স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া ২টি ফেরি স্রোতের কবলে পড়লে পরবর্তীতে তা নিরাপদে নোঙ্গর করে রাখা হয়। এছাড়া কাওড়াকান্দি ঘাটে ১টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।