Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৭:১৯ পিএম

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ ও সমমনাদের সমন্বয়ে এবং ২০ দলীয় জোটপন্থী আইনজীবীদের পৃথক দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু এবং সাধারন সম্পাদক পদে বিসিসির প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন পার্থী হচ্ছেন।
অপরদিকে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম পান্না ও সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন মীর্জা রিয়াজ।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়েদুল্লাহ সাজু জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল হচ্ছে আগামী ২৭ জানুয়ারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ