বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলা কারাগারের কারাবন্দি ও হাজতীদের জীবন-মান উন্নয়নে এক সভা বৃহস্পতিবার দুপুরে জেল সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেল সুপার তাসলিমা তাসমিম, পাবিলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিভিল সার্জনের প্রতিনিধি ও সমাজ সেবা অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের নেতৃত্বে কারা পরিদর্শক টিম জেলা কারাগার পরিদর্শন করেন। খাবার মান, চিকিৎসা ব্যবস্থা, কারাবন্দিদের খেলাধূলার খোঁজ খবর নেন। পরে কারাবন্দিদের মাছ ধরার জাল তৈরী ও মহিলা কারাবন্দিদের দিয়ে নকশী কাঁথা তৈরীর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কারাবন্দি মহিলাদের সাথে শিশুদের বিনোদনের জন্য খেলার সামগ্রী, চকলেট, চিপস দেয়া হয়।
সভায় জানানো হয় কুড়িগ্রাম কারাগারের বন্দি ধারণ ক্ষমতা ১৬৩জন। বৃহস্পতিবার বন্দি সংখ্যা ছিল ৫২৭জন। এর মধ্যে মহিলা ১৫জন। ৩জন ভারতীয় নাগরিকও রয়েছে। কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ আধুনিক কারাগার নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য কুড়িগ্রাম গণপূর্ত বিভাগকে অনুরোধ জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।