Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্য থেকে আসা ১৫৭ যাত্রী উঠলেন সিলেট নগরীর ৭টি হোটেলে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৬:০২ পিএম

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেটে আসা ১৫৭ জন প্রবাসীকে উঠানো হয়েছে ৭টি আবাসিক হোটেলে। এসব হোটেলে ৪ দিনের বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করবেন তারা। ১৫৭ জনের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৬, হোটেল অনুরাগে ৪৭, হোটেল নূরজাহান ২১, হোটেল হলিগেটে ২৭, হোটেল হলি সাইডে ৭, হোটেল স্টার প্যাসিফিকে ৫ ও হোটেল লা রোজে ২৪ জন প্রবাসী উঠেছেন। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে করে ১৮০ জন প্রবাসী সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ১৫৭ জনকে সিলেটে রেখে বাকি ২৪ যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমান বন্দর ত্যাগ করে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের ১৫৭ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালনের জন্য সরকারের নির্ধারিত বাসযোগে পাঠিয়ে দেয়া হয় নগরীর ৭টি হোটেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ