পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পটুয়াখালীর কলাপাড়ায় টমটম বোঝাই গাছ চাপায় মো. বাবুল (১১) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ওই শিশুর পিতা রুহুল আমিন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের নিজ শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাবুল ওই ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে । সে তার বাবার সাথে টমটম যোগে মহিপুর যাচ্ছিল। আহত রুহুল আমিনকে স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে গাছ বোঝাই করে টমটম দিয়ে মহিপুর যাওয়ার পথে নিজ শিববাড়িয়া গ্রাম অতিক্রমের সময় খাদায় পড়ে টমটমটি উল্টে যায়। এ সময় বাবুল টমটমে রাখা গাছ চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। সে মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।