রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির কারণে কুড়িগ্রামের চররাজিবপুর উপজেলার কোদালকাটি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ছক্কুকে সাময়িক বরখাস্ত করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গত ১৭ জানুয়ারি সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর (রিপন) এর স্বাক্ষরে উক্ত বরখাস্ত জারি করা হয়। যেহেতু কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাটি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ছক্কুর বিরুদ্ধে উর্ব্ধতন কর্তৃৃপক্ষের অনুমতি ব্যতিত হাট-বাজার ইজারা, নিলাম প্রদানের ক্ষেত্রে সরকারি বিধান লঙ্গন, ভিজিডিকার্ডে ব্যাপক অনিয়ম ধরা পরে। যা বিভিন্ন ক্ষেত্রে পরিদর্শন ও স্থানীয় তদন্তে প্রমানিত হয়েছে। সেহেতু জনস্বার্ধে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করেন। সেহেতু কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১) অনুযায়ি উক্ত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান হুমায়ন কবীর বলেন, সামনের নির্বাচন আমাকে ষড়যত্র মূলকভাবে ফাঁসানো চেষ্টা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীরুল ইসলাম জানান, আমি চিঠি পেলে প্রয়োনীয় ব্যবস্থা নেবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।