Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল করলো সিলেট জেলা ও মহানগর বিএনপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৬:১০ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি
আজ মঙ্গলবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, বৈশ্বিক মহামারী করোনা থেকে সুরক্ষা, করোনাক্রান্ত নেতাকর্মীদের সুস্থতা কামনা, মৃত্যুবরণকারী জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে করা হয় বিশেষ মোনাজাত।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আতিকু রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, জেলার সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, মহানগর যুববিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, জেলার সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার তুতু, বিএনপি নেতা আব্দুল লতিফ খান, কাহের চৌধুরী, কয়েস আহমদ সাগর, আক্তার রশীদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির আহমদ চৌধুরী, দিলোয়ার হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম, যুবদল নেতা বেলায়েত হোসেন মোহন, লুৎফুর রহমান, সোহেল মাহমুদ, লিটন আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসমান গণি, সেলিম আহমদ সেলু, জুনেদ আহমদ, মাহমুদ খান এলু, ছাত্রদল নেতা বিপুল কর, এমডি পল্লব, ফয়সল আহমদ ও জুয়েল রানা প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ