Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ৫:৩০ পিএম

ব্রহ্মপূত্র ও হলহলিয়া নদীর ভাঙনে বিপর্যস্থ কুড়িগ্রাম জেলা থেকে নদী বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজীবপুর এলাকার ভাঙন কবলিতরা নদীর ভাঙন রোধে সমাবেশ, প্রতিবাদ মিছিল, ৪ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।
মঙ্গলবার বিকেল ৩টায় রৌমারী ও রাজীবপুর থেকে নৌকাযোগে আসা অর্ধ সহ¯্রাধিক মানুষ প্রতিবাদ মিছিল সহকারে শহরে প্রবেশ করে। এসময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে। কুড়িগ্রাম জেলা ও রৌমারী উপজেলা বাসদ যৌথভাবে কর্মসূচি আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন রৌমারী বাসদ’র আহবায়ক আবুল বাসার মঞ্জু, রংপুর বিভাগীয় সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, কুড়িগ্রাম জেলা বাসদ সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, রৌমারী বাসদের কমরেড সফিকুর রহমান, রমিচ উদ্দিন প্রমুখ।
বক্তারা জানান, রৌমারীকে রক্ষা করতে হলে ব্রহ্মপূত্রের পূর্ব পাড়ে টেকসই বাঁধ নির্মাণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পূণর্বাসন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ এবং রৌমারী রাজীবপুর থেকে কুড়িগ্রাম জেলা সদরে নৌপথে যাতায়াতের জন্য সরকারিভাবে আধূনিক যানবাহন চলাচলের ব্যবস্থা গ্রহন করা।
দাবী মানা না হলে আগামি মার্চ মাসে ৩০টি অঞ্চলে মিছিল ও সমাবেশকরণ, এপ্রিল মাসে নদী ভাঙন প্রতিরোধে কনভেশন, মে মাসে জেলায় জেলায় স্মারকলিপি পেশ এবং লংমার্চসহ বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ