বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
এসময় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান,উপজেলার বালুচর ইউনিয়ন এলাকায় অবস্থিত ৩ টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইটভাটাগুলি হলো যথাক্রমে (১) মেসার্স আব্দুল্লাহ ব্রিকস(২) মেসার্স আপেল মাহমুদ ব্রিকস এবং (৩) নিউ ফাইভ স্টার ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া,সিরাজদিখান থানার এসআই ইমরান হোসেন এবং ফায়ার সার্ভিসের একটি টিম ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।