Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাপ্তাই -চট্টগ্রাম সড়কে যানচলাচল মহাঝুঁকি নিয়ে চলছে

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১০:০৬ এএম

কাপ্তাই -চট্রগ্রাম সড়কের যানচলাচলে মহা ঝুঁকিপূর্ণ নিয়ে চলছে পরিবহন। কাপ্তাই বালুচর (প্রশান্তি পার্কের), পাশে স্টিলের লোহার ঝুলন্ত ব্রীজটির দু'পাশে ব্যাপক ভাঙ্গন দেখা দেওয়ার ফলে বিভিন্ন যান চলাচলে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছে চালক তথা ভ্রমণপিপাসু পর্যটকরা। স্টিল ব্রিজ ভাঙ্গনের ফলে ইতি মধ্যে কাপ্তাই -চট্রগ্রামের অনেক যান চলাচল করতে গিয়ে গাড়ির চাকা ভাঙ্গনের মধ্যে আটকে পরে চাকা পামসারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসচালক রহমান,ট্রাক চালক পলাশ,সিএনজি চালক করিম ও বাইকচালক তরিল উল্লাহ এরা প্রতিবেদকে বলেন,আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি অনেকই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত কোটি,কোটি টাকার গাছ,বাঁশসহ কাঁচা মালামাল বিভিন্ন জেলায় পরিবহণ করছে। সড়ক ও জনপথ বিভাগ দেখেও না দেখার ভান করছে। সকলের দাবি ক্ষতিগ্রস্ত প্লেট দুটিকে তুলে নতুনভাবে দুটি প্লেট স্থাপন করা হলে যান চলাচলের সকলের সুবিধা হত। তা করা না হলে, আরো বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে বলে পরিবহণ চালকরা মত প্রকাশ করে।
ছবিসংযুক্তঃ কাপ্তাই -চট্রগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় ক্ষতিগ্রস্ত ঝুলন্ত স্টিলের ব্রিজ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ