Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষক নিয়োগের নিষেধাজ্ঞা বাড়ল

মাদরাসাসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মাদরাসাসহ দেশের বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার সীমা আরও একমাস বাড়িয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে একই বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। এই সময়ে তারা কোনো শিক্ষক নিয়োগে কোনো বিজ্ঞপ্তি দিতে পারবে না বলে আদেশে বলা হয়। ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ (ফরহাদ) জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দিয়েছেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারী এবং অন্যান্য আবেদনকারীদের নামে সনদ জারি করবে। কিন্তু দুই বছরেও রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার আবেদন করেন। এ আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালে রুলজারি করেন হাইকোর্ট। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ থেকে বিরত থাকতে আরেকটি সম্পূরক আবেদন দেন রিটকারীরা। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ও অ্যাডভোকেট জাফর সাদিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ