Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলের জামিনের দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাটোরে বড় হরিশপুরের গৃহবধূ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া বেগম অত্মহত্যা ঘটনার মামলার প্রধান আসামি মো. মোস্তাক হোসেনের জামিন ও বেকসুর খালাসের দাবি জানিয়েছে তার পরিবার। গতকাল সকাল সাড়ে ১০ টায় প্রেস ক্লাবের মিলনায়তনে এই দাবি জানান তারা।
প্রধান আসামির মা সৈয়দা মালেকা কান্না জড়িত কন্ঠে বলেন, নাটোর সদর হাসপাতালের পোস্ট মর্টেম রিপোর্টে সুমাইয়ার মৃত্যু আত্মহত্যা বলা হয়েছে। আবার মামলার তদন্তকারী কর্মকর্তা সুরতহাল রিপোর্টেও আত্মহত্যায় মৃত্যু উল্লেখ থাকলেও আমার ছেলেকে বিনা বিচারে জেল হাজতে বন্দি রাখা হয়েছে।
আমরা তার জামিন ও মামলা থেকে বেকসুর খালাস দাবি করছি। এ সময় আসামি মোস্তাকের বাবা মো. জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
এর আগে ১১ সেপ্টেম্বর ২০২০ এ আদালতে সুমাইয়া আত্মহত্য করেছে মর্মে ময়নাতদন্ত রিপোর্ট দাখিল করলে আদালতে সুমাইয়ার শ্বশুর জাকির হোসেন ও শাশুড়ি সৈয়দা মালেকাকে জামিন দেয়। কিন্তু মোস্তাককে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, ২২শে জুন ২০২০ ঢাবি ছাত্রী সুমাইয়া বেগমের মৃত্যু হলে তার স্বামী মোস্তাক তাকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরদিন ২৩শে জুন সুমাইয়ার মা নুজহাত বেগম মামলা করলে স্বামী মোস্তাক হোসেন, শ্বশুর জাকির হোসেন, শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদকে পুলিশ গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ