Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে পাবিপ্রবিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : বিদ্যুৎ সংকট সমস্যার সমাধানের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের ৩টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে আবাসিক হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। অব্যাহত লোডশেডিং এ অতিষ্ঠ আবাসিক হলের শিক্ষার্থীরা শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল ভবন ও ক্যাফেটেরিয়ায় হামলা ভাঙচুর চালায়। এ সময় প্রশাসনিক ভবনের সামনে থাকা পাবিপ্রবির ২টি মাইক্রোবাস, ১টি অ্যাম্বুলেন্স, ১টি মিনিবাস ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এর মধ্যে অ্যাম্বুলেন্সসহ ৩টি গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দমকল বাহিনী আগুন নেভায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত করতে গিয়ে প্রক্টর আওয়াল কবির জয় লাঞ্ছিত হন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ শনিবার সকালে জরুরী বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে এবং আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি আগামীকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা আহবান করার কথা জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আল নকীব চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় সাংবাদিকদের জানান, প্রশাসনিক ভবনের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। আর এ ঘটনার তদন্ত ও জড়িতদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি শাহেদ শাদেকী শান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ