Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পাবনায় জমিয়াতুল মোদার্রেছীনের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও আলোচনা-সমাবেশ

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশের অংশ হিসেবে আজ (শনিবার ) পাবনা জেলা জমিয়াতুল মোদার্রেছীন পাবনা জেলার শাখার উদ্যোগে স্মরণ সময়ের এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১ টার দিকে পাবনা আব্দুল হামিদ রোডের পাশে ঐতিহাসিক টাউন হলের (বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন)সামনে এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আহসান উল্লাহ, প্রধান আলোচক জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কমিটির মহা সচিব শাব্বির আহমাদ মোমতাজী, পাবনা আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটির সভাপতি কালাম আহম্মাদ, জমিয়াতুল মোদার্রেছীনের পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ্ব আনছারুল্লাহ এবং বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপ্যালগণ। মানববন্ধন শেষে এক বিশাল র‌্যালী পাবনার দোয়েল সেন্টারে পৌঁছে । দোয়েল সেন্টার জেলা শহরের ও উপজেলাসমূহের মাদ্রাসার প্রিন্সিপ্যাল, শিক্ষক ও শিক্ষার্থী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে সেন্টারের বাইে বারান্দায় দাঁড়িয়ে অতিথিদের আলোচনা শোনেন। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদ্রাসা কোন জঙ্গি তৈরি কারখানা নয়। ছাত্র/ছাত্রীবৃন্দ সঠিক লেখা পড়া শিখে দেশের কল্যাণে কাজ করবে । এটাই দেশ ও জাতির এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা। কোন অপশক্তি ইসলামের অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে যেন বিপথে নিতে না পাওে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা ইসলামের প্রকৃত শিক্ষা প্রদান করবেন। তাহলে কোমলমতি শিক্ষার্থীদের কেউ বিপথগামী করতে পারবে না। জমিয়াতুল বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহা সচিব শাব্বির আহমাদ মোমতাজী প্রধান আলোচক হিসেবে তাঁর বক্তব্যে বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাবের সম্মানিত সম্পাদক আলহাজ্ব এ.এম এম বাহাউদ্দিনের নির্দেশ আমার সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কর্মসূচি পালন করছি। ইসলামের নামে যারা সন্ত্রাস করছে, জঙ্গি হামলা করছে তারা আল্লাহ এবং রাছুলের সুন্নাহর পথ থেকে বিচ্যুত। এগুলো ইয়াহুদীদের কাজ। ইসলাম ও মুসলমানকে সারা বিশ্বে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা । একজন প্রকৃত মুসলমান কাউকে হত্যা করতে পারে না। এটা ইসলামের শিক্ষা নয় । আল্লাহ রাব্বুল আল আমি ও তাঁর পেয়ারা হাবিব আখেরি নবী হযরত মোহাম্মদ (স) শিক্ষা নয়। তিনি বলেন, রাছুল (স.) জামানায় ইয়াহুদীরা বহুবার ওয়াদা বরখেলাপ করেছে। এরা মুনাফেক। এদের থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং কোনভাবেই যেন আপনাদের মগজ ধোলাই করে বেহেশতের লোভ দেখিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদের দিকে নিতে পারে , সেদিকে খেয়াল রাখবেন। মানুষ হত্যা করে বেহেস্তে যাওয়া যায় না। তিনি আরও বলেন, জমিয়াতুল মোদার্রেছীন পীর মাশায়েখ আলেম –ওলামাদের সংগঠন । মরহুম হযরত মাওলানা এ.এম এ মান্নান (র) এই সংগঠনের সভাপতি ছিলেন। তিনি মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিও জন্য কাজ করে গেছেন। সেই ঝাণ্ডা হাতে তাঁর সুযোগ্য পুত্র আলহাজ্ব এ. এম. এম বাহাউদ্দীন আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন। পাবনা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও পাবনা আলিযা মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ্ব আনাছারুল্লাহ’র সভাপতিত্বে এবং অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়য়ের পরিদর্শক ইলিয়াস আহমেদ, পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের প্রতিনিধি হিসেবে তার পি/এ মাসুদ,জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে এনডিসি, পাবনা আলিয়া মাদ্রাসার গভর্নিং কমিটর সভাপতি কালাম আহম্মদ। জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জমিয়াতুল মোদার্রেছীনের এই আলোচনা সভায় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপ্যাল , শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, শিবপুর মাদ্রাসার সাবেক প্রিন্সিপ্যাল নিজাম উদ্দিন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ