Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়া ২০ ঘণ্টা বিদ্যুৎ বিহীন

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী)সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ ছিলোনা। শুক্রবার বিকাল পাঁচ টায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এর পর ওই রাতে ৩৩ কেভি লাইনের ত্রুটি দেখিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৌর শহরে মাইকিং করেন। ফলে উপজেলার মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা অন্ধকার ছিলো। বিদ্যুৎ না থাকার কারণে প্রায় ৫০ টি বরফ কলে বরফ উৎপাদনে ব্যাহত হয়েছে। জেলেরা বরফ নিয়ে সমুদ্রে যেতে পারেনি। এছাড়া অনেকের বাসাবাড়ির ফ্রিজে থাকা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। মোট কথা বিদ্যুৎ গ্রাহকদের পরতে হয়েছে চরম দুর্ভোগে। পল্লী বিদ্যুৎ সমিতি শনিবার দুপুর ১২ টার দিকে পুনরায় বিদ্যুৎ সচল করে দেয়।এ ঘটনার জন্য অনেক গ্রাহকরা চরম ক্ষোভ প্রকাশ করেছে।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম সুকদেব কুমার সরকার জানান, পটুয়াখালী থেকে বরিশাল গ্রিড লাইনে সমস্যা ছিলো। এ কারণে বিদ্যুতের সমস্যা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ