Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৯ জনের মনোনয়নপত্র দাখিল

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৫:৫৯ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে রবিবার (১৭ জানুয়ারী) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনেও মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীগণ তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
ফুলপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৫ জন, ৯টি সাধারন আসনে কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত ৩ টি আসনে কাউন্সিলর (মহিলা) পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ফুলপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রার্থীগণের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মি. শশধর সেন, বিএনপি মনোনিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র মোঃ আমিনুল হক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা রকিবুল হাসান সোহেল ও স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফ।

৯টি সাধারন ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে ১০ জন, ২নং ওয়ার্ডে ০৫ জন, ৩ নং ওয়ার্ডে ০৩ জন, ৪ নং ওয়ার্ডে ০৬ জন, ৫ নং ওয়ার্ডে ০৪ জন, ০৬ নং ওয়ার্ডে ০৪ জন, ০৭ নং ওয়ার্ডে ০৭ জন, ৮ নং ওয়ার্ডে ০২ জন ও ৯ নং ওয়ার্ডে ০৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩ টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমাঝে ১ নং সংরক্ষিত আসনে ০৪ জন, ২ নং সংরক্ষিত আসনে ০৪ জন ও ৩ নং সংরক্ষিত আসনে ০৫ জন।

ফুলপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি মঙ্গলবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারী মঙ্গলবার, প্রতিক বরাদ্ধ ২৭ জানুয়ারী বুধবার ও ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারী রবিবার। ফুলপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২৯৩৪ জন। এরমাঝে পুরুষ ভোটার ১১০১৪ জন ও মহিলা ভোটার ১১৯২০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ