Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসাটি ওষুধ ব্যবসার কথা বলে ভাড়া নেওয়া হয়েছিল

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় যে বাসায় অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন সেই বাসাটি ওষুধ ব্যবসার কথা বলে ভাড়া নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
শনিবার সকালে পুলিশে কাউন্টার টেররিজম ইউনিটের চালানো অভিযানে তিন জঙ্গি নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান আইজিপি।
পাইকপাড়ার বড় কবরস্থান এলাকার নুরুদ্দিনের বাড়ির তৃতীয় তলায় জঙ্গিরা অবস্থান করছেন- এমন খবর পেয়ে ভোরের দিকে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিট স্ট্রং ২৭’। অভিযান শুরুর পর ১০টার দিকে সেখানে ব্যাপক গোলাগুলি শুরু হয়।
এরপর পুলিশ জানায় এতে তিন জঙ্গি নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী। গুলশান হামলার মাস্টারমাইন্ড বলে আগেই তার কথা জানিয়েছিল পুলিশ। এছাড়া ওই ঘটনার হোতা বলে সেনাবাহিনীর চাকুরিচ্যুত মেজর জিয়ার কথাও বলেছে পুলিশ। তবে জিয়ার খোঁজ পাওয়ার কোনো কথা এখনো পুলিশের তরফ থেকে জানানো হয়নি।
আইজিপি বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার ভোরে বাড়িটি ঘেরাও করে ফেলে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করে বেশ কয়েকটি গ্রেনেড নিক্ষেপ করে। পরে সকাল সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু করে। এতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা অভিযানে জঙ্গি সদস্য তামিম চৌধুরীসহ তিনজন জঙ্গি সদস্য মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ