পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেছেন, ব্যাংকের চট্টগ্রাম বিভাগের সব শাখাকে লাভজনক শাখায় রূপান্তরিত করতে ব্যাংকের শাখা ব্যাবস্থাপকদের নিরলসভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) কক্সবাজারের এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২১-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। তিনি বলেন, আগামী মার্চ মাসের মধ্যে ইন্টারনেট ব্যাংকিং এর কাজ শুরু করবে সোনালী ব্যাংক, পাশাপাশি এর ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট ব্যবস্থা নেয়া হয়েছে । সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদুল হক, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরশাদ হোসেন, জোনারেল ম্যানেজার অফিস চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হক, মো. ফোরকান, মোহাম্মদ হোছাইন, মো. মনির হোসেন, মো. ইয়াকুবসহ চট্টগ্রাম অঞ্চলের সকল শাখার ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।