Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ পৌর সভায় টানা ৪র্থ বার কাউন্সিলর নির্বাচিত হলেন ছামিউল ইসলাম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৪:০৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় একমাত্র একটানা ৪র্থ বার এক নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হলেন ছামিউল ইসলাম।
সুন্দরগঞ্জ পৌরসভা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালে। প্রথম নির্বাচনে ৬ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৩০ ভোট পেয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন। এরপর ২০১১ সালের নির্বাচনে দ্বিতীয়বার ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ১৬ জানুয়ারি/২০২১ ইং নির্বাচনে চতুর্থবার কাউন্সিলর নির্বাচিত হলেন। ছামিউল ইসলাম জানান, উন্নয়নের পাশাপাশি এলাকার লোকদের সাথে সুসম্পর্কসহ সুখে-দুঃখে পাশে থাকার কারণে আন্তরিক ভারবাসা সৃষ্টি হওয়ায় জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন। এ পৌরসভায় তিনিই একমাত্র টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হলেন। ছামিউল ইসলাম ১নং ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ