Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩০

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা পাল সিএনজি স্টেশনের কাছে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে ৩ মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌঁছে ১ শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশু যশোরের ঝিকরগাছা থানার ফতেহ পুরের তোফাজ্জল হোসেনের কন্যা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও বাসের যাত্রী জানায়, সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতক্ষিরা থেকে ঢাকায় আসার সময় চালক বেপরোয়া ভাবে চালিয়ে আসে। বাসটি ধামরাইয়ের জয়পুরার কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে বাসটি সড়কের সাইড হয়ে খাদে পানিতে পড়ে তলিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সাথে এলাকাবাসী তলিয়ে যাওয়া বাসটি হতে যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এতে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানিতে আরো নিহত মানুষ আছে কিনা সন্ধান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ