Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জাপার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ৮:৪৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল) ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আ’লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এ ফলাফল ঘোষণা করেন। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া সংরক্ষিত আসন ১ রুবিয়া বেগম (চশমা), ২ আসনে মাসুমা বেগম (জবাফুল), ৩ নং সংরক্ষিত আসনে মনোয়ারা বেগম (জবা ফুল) নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামিউল ইসলাম (পানির বোতল), ২ নং ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামানিক রুনু (উটপাখি), ৩ নং ওয়ার্ডে জামিউল ইসলাম (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে ডাক্তার মাহবুবুর রহমান (পানির বোতল), ৫ নং ওয়ার্ডে মশিউর রহমান (উটপাখি), ৬ নং ওয়ার্ডে লাবলু মিয়া (উটপাখি), ৭ নং শাহীন মিয়া (উটপাখি), ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (উটপাখি) ও ৯ নং ওয়ার্ডে দীপক কুমার সরকার (পানির বোতল) নির্বাচিত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ