Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে সুড়ঙ্গ নির্মাণের দাবি

আনোয়ারাতে মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার মানববন্ধন ও গতকাল শনিবার বৈারগ ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেন স্থানীয় খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়ার ক্ষতিগ্রস্থ শতশত বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন, নুরুল আলম বিল্টু, শেখ মোহাম্মদ সওদাগর, আহমদ নুর, নুরুল হক, ইয়ার মোহাম্মদ, মো. সোহেল প্রমুখ।
স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী জানান, বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়া সড়কটি শত বছরের পুরোনো সড়ক। এখানে টানেল সড়কের উত্তর পাশে তিন পাড়ার লোকজনের কবরস্থান ও দক্ষিণ পার্শে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। টানেল এপ্রোচ সড়কের ভেতর দিয়ে সুড়ঙ্গ সড়ক নির্মাণ না করলে স্থানীয় বাসন্দিাদের কবরস্থান মসজিদ ও বিদ্যালয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই এখানে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ