রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কর্ণফুলী টানেল এপ্রোচ সড়কে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার মানববন্ধন ও গতকাল শনিবার বৈারগ ইউনিয়নের চেয়ারম্যানের কাছে এই আবেদন জমা দেন স্থানীয় খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়ার ক্ষতিগ্রস্থ শতশত বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন, নুরুল আলম বিল্টু, শেখ মোহাম্মদ সওদাগর, আহমদ নুর, নুরুল হক, ইয়ার মোহাম্মদ, মো. সোহেল প্রমুখ।
স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী জানান, বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া-নেওয়াজ তালুকদার বাড়ি ও কুলালপাড়া সড়কটি শত বছরের পুরোনো সড়ক। এখানে টানেল সড়কের উত্তর পাশে তিন পাড়ার লোকজনের কবরস্থান ও দক্ষিণ পার্শে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। টানেল এপ্রোচ সড়কের ভেতর দিয়ে সুড়ঙ্গ সড়ক নির্মাণ না করলে স্থানীয় বাসন্দিাদের কবরস্থান মসজিদ ও বিদ্যালয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই এখানে সুড়ঙ্গ সড়ক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।