Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুরাদনগরে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুমিল্লার মুরাদনগরে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। জামিয়া ফখরুল উলূম আল-মাদানিয়্যাহ মাদরাসায় ৪ জন হাফেজ হওয়ায় তাদেরকে এ পুরস্কার দেয়া হয়। গত শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাদরাসার সহকারী প্রিন্সিপাল হাফেজ ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান মজুমদার।
কোরআন হেফজ করে হাফেজ হওয়া রাকিবুল ইসলাম (১২) বলেন, এক সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে পুরস্কার তুলে দেয়ার দৃশ্য আমার জীবনের প্রথম আনন্দের উপলক্ষ। সামনে যতদিন বেঁচে থাকবো এ সম্মান অক্ষুন্ন রেখে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সুমন মিয়া, আব্দুল আউয়াল ইস্তার, মাওলানা তৌহিদুল ইসলাম খন্দকার, সহকারী শিক্ষক সফিকুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম মুন্সী, ডা. মফিজুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ