Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপি গন্ধগবিন্দপুর গ্রামের এক মৎস্যচাষির পাঁচ বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ মন মাছ মেরে ফেলেছে দুবৃর্ত্তরা। গত বৃহস্পতিবার রাতে বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দেখা যায়, উৎসুক লোকজন মৃত মাছগুলো দেখছেন আর আফসোস করে বলছেন, এ কেমন শত্রুতা। এ সময় মাছ চাষি মো. সুকচান আলী মাছের এমন মৃত্যু দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি অভিযোগ করেন, পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। আমি যুব উন্নয়ন পাবনা অফিসের ৪র্থ শ্রেণির একজন কর্মচারি দীর্ঘ দশ বছর ধরে লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করে আসছি। গত রাতে কে বা কারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ