Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি পরাজিত হলে বিজয়ীকে স্বাগত জানাব -আবদুল কাদের মির্জা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ১:১৩ পিএম

সারাদেশের দৃষ্টি এখন নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনের দিকে। বিপূল সংখ্যক ভোটারের উপস্থিতিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকাল ৮টার আগেই উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমী নিজ ভোটকেন্দ্রে যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা। সেখানে তিনি ভোটারদের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া জানিয়ে আবদুল কাদের মির্জা বলেন, এখন পর্য্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে। নির্বাচনে আমি পরাজিত হলে বিজয়ীকে স্বাগত জানাব। তিনি আরও বলেন, বসুরহাট পৌসভার নির্বাচন হচ্ছে অবাধ ও সুষ্ঠু। ভবিষ্যতে সারাদেশে এ নির্বাচন অনুসরণ হয়ে থাকবে। আমি শতভাগ আশাবাদী আমি নির্বাচিত হবো। আর যদি পরাজিত হই, তাহলে বিজয়ীকে স্বাগত জানিয়ে ঘরে ফিরে যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ