পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণেই দেশের সর্বক্ষেত্রে মহাবিপর্যয়। বর্তমান সরকার দেশের জন্য একটি বিপর্যয়। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন। গতকাল কুমিল্লার দাউদকান্দি সদরে বাসভবনে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব কথা বলেন।
তিনি দাউদকান্দি পৌর মেয়র প্রার্থী নূর মো. সেলিম সরকার ও কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীসহ সকলের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী নূর মো. সেলিম সরকার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আক্তারুজ্জামান সরকার, একেএম শামছুল হক, মো. সাইফুল আলম ভূঁইয়া, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, মাহবুবুল হক হিরণ, কেএম কামরুল আহছান, কাউন্সিলর মোস্তাক মিয়া, খন্দকার বিল্লাল হোসেন (সুমন কাউন্সিলর),শরীফ চৌধুরী ও রোমান খন্দকার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।