Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পালিয়ে বিয়ে করায় ধর্ষণ মামলা

মেহজাবীনকে স্বামীর জিম্মায় দিতে বললেন হাইকোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১০:২০ পিএম

শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা চাঁদপুরের সেগুফতা ইয়াসমিন মেহজাবীনকে স্বামীর জিম্মায় দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বামী কামাল মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, পরিবারের অমতে মেহজাবীন পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় তা মা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে তার স্বামী কামাল মজুমদারের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৬ মাস পর মেহজাবীন তার স্বামীকে উদ্ধার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে মা মেহেজাবীনকে নিজের জিম্মায় নেয়ার আবেদন জানান। কিন্তু মেহজাবীন তাতে রাজী না হওয়ায় ট্রাইব্যুনাল তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেয়ার আদেশ দেন। সময় সে ৪ মাসের অন্ত:সত্ত্বা ছিলো। এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি লাভ করেন কামাল মজুমদার। পরে তিনি মেহজাবীনের অন্ত:সত্ত¡া হওয়ার বিষয়টি উল্লেখ করে স্ত্রীকে নিজ জিম্মায় নিতে হাইকোর্টে আবেদন জানান। আবেদনের শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ